Malda : SIR শুনানি নিয়ে হুলুস্থুল মালদায়, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কর্মীরা

Malda : মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এসআইআর শুনানি কেন্দ্রে ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা।

Share this Video

Malda : মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এসআইআর শুনানি কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এই শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই প্রতিবাদের অংশ হিসেবে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি ও বচসা হয়। এমনকি রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকেও শুনানির নোটিশ পাঠানোয় এলাকায় আগে থেকেই চাঞ্চল্য ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Video