নারকীয় হত্যাকাণ্ড মালদহের চাঁচলে, কুড়ুলের আঘাতে ছিন্নভিন্ন গৃহবধূর শরীর
এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল মালদহের চাঁচল। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হাতে কুড়ুল নিয়ে ঘুরত যুবক। সেই কুড়ুলের আঘাতেই প্রাণ হারাল গৃহবধূ। কুড়ুলের একাধিক আঘাতে ছিন্নভিন্ন গোটা শরীর। বাড়ির উঠানেই প্রাণ হারাল গৃহবধূ।
এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল মালদহের চাঁচল। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হাতে কুড়ুল নিয়ে ঘুরত যুবক। সেই কুড়ুলের আঘাতেই প্রাণ হারাল গৃহবধূ। কুড়ুলের একাধিক আঘাতে ছিন্নভিন্ন গোটা শরীর। বাড়ির উঠানেই প্রাণ হারাল গৃহবধূ। মালদহের চাঁচলের ভগবানপুর গ্রামের ঘটনা। অভিযুক্ত শীতল প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।