Malda SIR : নাম নেই বাবার, আছে ছেলের! BLO-র মাথায় হাত, বাংলাদেশী হিন্দুরা চাইছেন নাগরিকত্ব!

Malda SIR : ১৯৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশের পাবনা জেলা থেকে ভারতে চলে এসেছিলেন নির্মল কুমার বিশ্বাস। মালদার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুরে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করলেও এখনও পর্যন্ত ভোটার তালিকায় তার নাম ওঠেনি। 

Share this Video

Malda SIR : ১৯৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশের পাবনা জেলা থেকে ভারতে চলে এসেছিলেন নির্মল কুমার বিশ্বাস। মালদার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুরে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করলেও এখনও পর্যন্ত ভোটার তালিকায় তার নাম ওঠেনি। বহুবার আবেদন করেও ফল মেলেনি। অথচ তার সন্তানদের নাম রয়েছে তালিকায়।

বর্তমানে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। এই অবস্থায় এসআইআর (SIR) চালু হওয়ায় উদ্বেগ বেড়েছে নির্মলের পরিবারে। নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

২০৪ নম্বর বুথের বিএলও বিপ্লব বিশ্বাস জানান, ‘এলাকায় ৭১% ম্যাপিং হয়েছে। সাত–আটটি পরিবারের ২০০২ সালের তালিকায় নাম নেই। ফর্ম জমা নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেবে দপ্তর।’

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তোর শুরু হয়েছে। বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, ‘সিএএ-র মাধ্যমে নাম উঠবে, কেন্দ্র পাশে আছে।’

তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, ‘বৈধ ভোটার বাদ গেলে আন্দোলনে নামবো।’

Related Video