TMC Malda : 'BJP'র নেতাদের চোখ উপড়ে দিব' চরম হুমকি তৃণমূল নেতার! পাল্টা বিজেপির

TMC Malda : মালদার কালিয়াচকে তৃণমূলের সভায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, “যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখা হচ্ছে, সেই চোখ উপড়ে দেব।”

Share this Video

TMC Malda : মালদার কালিয়াচকে তৃণমূলের সভায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, “যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখা হচ্ছে, সেই চোখ উপড়ে দেব।” তাঁর এই হুমকি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি কটাক্ষ করে বলেন, এক জেলা সভাপতির মুখে এ ধরনের বক্তব্য লজ্জাজনক, সাধারণ মানুষই একসময় তাঁকে জবাব দেবে।

পরে প্রতিক্রিয়ায় আব্দুর রহিম বক্সী জানান, বিজেপি বাংলার মানুষকে বাংলাদেশি বলে অপমান করছে। তাই প্রতিবাদস্বরূপ তিনি এমন মন্তব্য করেছেন এবং প্রয়োজনে জেল হলেও তিনি একই কথা আবার বলবেন।

সভাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে সদ্য ফেরা শ্রমিক আমির শেখও।

Related Video