Maldah BLO Controversy: তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি বিএলও আধিকারিকের। বিতর্ক মালদহে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah BLO Controversy: নিয়ম না মেনেই তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই বিতর্ক। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপির। সাফাই তৃণমূলের, তুঙ্গে তরজা।। তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

কী অভিযোগ উঠেছে?

তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর এলাকার ঘটনা। যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির।সেই সহায়তা শিবির থেকেই এনুমেশন ফ্রম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার।

মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে।যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির।

 বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল।যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবী বিজেপির চক্রান্তে মানুষ ভীত।মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অন্যদিকে, SIR প্রক্রিয়া চলাকালীনই ফাঁস হয়ে গেল বাংলাদেশের এক মহিলার কাছে থাকা তাঁর বেআইনি পরিচয়পত্র। যদিও তিনি নিজেকে তাঁর সুবিধেমত কখনও বাংলাদেশি কখনও আবার ভারতীয় বলে দাবি করতেন। তাঁর হাতে ভারত-বাংলাদেশ দুই দেশেরই পরিচয়পত্র ছিল। কিন্তু ভাগ্যের ফের! তিনি SIR প্রক্রিয়া চলাকালীনই ধরা পড়ে যান।

বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামের রোহন খন্দকারের সঙ্গে। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যে নিলুফার হাতে চলে আসে ভোটার কার্ড। সঙ্গে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সও । 

এই সমস্ত কিছুর ওপর ভর করে ভারতের পাসপোর্ট এর জন্য আবেদনও করেছিল নিলুফা। কিন্তু তার হাতে যখন ভারতের সরকারি নথি ,তখন আরেক হাতে বাংলাদেশের পাসপোর্টে ভারতের দেওয়া ভিসা। যা দেখিয়ে এখনও ভারত বাংলাদেশে এপার ওপার হন তিনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই নিলুফার কাছে তথ্য জানতে চাওয়া হয়, তা দিতে না পারায় ভোটার কার্ড বাতিল হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।