'অ্যান্টি কলিশন ডিভাইস কেন ছিল না, আমি সব করে দিয়েছিলাম' বিজেপিকে ঝাঁঝালো আক্রমণে মমতা

‘আমি একটিও বাজে কথা বলিনি। আমার যতটা বলার দরকার আমি ততটাই বলেছি। রেলকে আমি হাতের তালুর মত জানি। রেল চলছে এখন ভগবানের দয়ায়। অ্যান্টি কলিশন ডিভাইস কেন ছিল না। রেলটাকে বিক্রির মত অবস্থা করে দিয়েছে।’

/ Updated: Jun 04 2023, 10:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'আমি একটিও বাজে কথা বলিনি। আমার যতটা বলার দরকার আমি ততটাই বলেছি। রেলকে আমি হাতের তালুর মত জানি। রেল চলছে এখন ভগবানের দয়ায়। অ্যান্টি কলিশন ডিভাইস কেন ছিল না। রেলটাকে বিক্রির মত অবস্থা করে দিয়েছে। রেলের আধুনিকীকরণ আমার সময় করেছি। আমি রেলে অ্যান্টি কলিশন ডিভাইস লাগিয়েছিলাম। ৪০০ লেভেল ক্রসিং-এ লোক নিয়োগ করেছিলাম। এই কারণেই রেল দুর্ঘটনা অনেক কমে গিয়েছিল। এখন কেন্দ্রীয় সরকার রেলের জন্য ভাবেই না। আমার সময় আমি দুরন্ত চালু করেছিলাম। সেই দুরন্তর আজ কি হাল আপনারা দেখেছেন। বন্দে ভারতের ইঞ্জিন কি যথাযথ?' বিজেপিকে ঝাঁঝালো আক্রমণে মমতা।

Read more Articles on