Mamata Banerjee : 'গন্ধা ধরম' রেড রোডে বিজেপিকে দুষে একি বললেন মমতা! দেখুন
Mamata Banerjee Latest Speech : ইদ-উল-ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বিশাল অনুষ্ঠানে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা ও প্রশাসনিক আধিকারিক।
Mamata Banerjee Latest Speech : ইদ-উল-ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বিশাল অনুষ্ঠানে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা ও প্রশাসনিক আধিকারিক। হাজারো মানুষের উপস্থিতিতে ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। তবে এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধীদের উদ্দেশ্যে কড়া আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, 'দেশে বিভাজনের রাজনীতি চলছে, যা আমাদের সংস্কৃতি ও ঐক্যের জন্য হুমকি।' পাশাপাশি, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার বার্তা দেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।