সংক্ষিপ্ত

মমতা- সোরেন ফোনে কথা বলেন। তারপরই মমতা নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথাবার্তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বলেছি।

 

কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। যার কারণে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এই অবস্থায় জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ রাজ্যকে না জানিয়েই জল ছাড়তে শুরু করেছে দামোদার ভ্যালি কর্পোরেশন। মমতা পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন, ডিভিসের সঙ্গে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জলেও জটিল হচ্ছে বাংলার পরিস্থিতি। এই অবস্থা থেকে পরিত্রাণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফোন করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তিনিও ইন্ডিয়া জোটের সদস্য মুখ্যমন্ত্রী মমতার মতই।

মমতা- সোরেন ফোনে কথা বলেন। তারপরই মমতা নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথাবার্তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি তার সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক ও বিপুল পরিমাণ জল ছাড়ার টনা নিয়ে আলোচনা করছি। ' তিনি বলেন এই জল ইতিমধ্যেই বাংলায় বন্যা তৈরি করছে। তিনি আরও বলেন, 'আমি তাঁকে বলেছিলেন যে ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে। এটি মানবসৃষ্ট! আমি তাঁকে অনুরোধ করলাম। দয়া করে এই বিষয়ে যত্ন নিন।'

 

 

মমতা আরও বলেন, তিনি ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা শাসকের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন, বলেও জানিয়েছেন।

শনিবারই কেন্দ্র নিয়ন্ত্রিত ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়েছিল তাদের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলেও আশঙ্কা নবান্নর। শনিবারের পরে রবিবারও জল ছেড়েছে ডিভিসি।

অন্যদিকে এখন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে নিম্নচাপ। যার কারণে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। তাই তেনুঘাট জলাধার থেকে শনিবার দেড়লক্ষ কিউসেক জল ছাড়া হয়। রবিবারও জল ছাড়ে। সেই প্রসঙ্গেই হেমন্ত সোরেনের সঙ্গে এদিন কথা বলেন মমতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।