সংক্ষিপ্ত
মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের প্রচারে করেন মমতা। সেখানে তিনি মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, 'শাঁখা-পলা কী জানেন?
লোকসভা নির্বাচনে প্রচারে নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে সরগরম দেশের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত আক্রমণ করেছিলেন কংগ্রেসকে। কিন্তু মোদীর সেই মন্তব্যকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করলেন গনিখান চৌধুরীর গড় হিসেবে খ্যাত মালদায় দাঁড়িয়ে। একটা সময় সেখানে যথেষ্ট শক্তিশালী ছিল কংগ্রেস। মালদা দক্ষিণের তৃণমূলের প্রার্থীর সমর্থনে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই মমতা মোদীকে প্রশ্ন করেন, 'শাঁখা-পলার মাহাত্য জানেন? ওসব কী জানেন?'
মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের প্রচারে করেন মমতা। সেখানে তিনি মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, 'শাঁখা-পলা কী জানেন? এসব বাদ দেওয়া নিয়ে কথা বলছেন? কোনওদিন জানেন এসবের মাহাত্ম্য? উনি যা বলছেন আমি তা উচ্চারণ করতে চাই না। আমি ওসব বিশ্বাস করি না। কিন্তু আমি যতদিনথাকব ততদিন ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী - সাবিত্রী-সীতা- জাহানারা-রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই।'
তবে মঙ্গলসূত্র ইস্যুতে মোদীকে আক্রমণ করলেও মমতা এদিন নিশানা করেন কংগ্রেস ও সিপিএমকে। তিনি কংগ্রেস সিপিএমএর জোট নিয়েও আক্রমণ করেন। তিনি বলেন, 'ওরাআসন ভাগাভাগি করেছে। আপনারা কি চান আমি সিপিএমএর সামনে আত্মসমর্পণ করি? বিধানলভায় একটি আসনও নেই। তা সত্ত্বেও কংগ্রেস নেতৃত্বকে দুটি আসন দিতে চেয়েছিলান। সিপিএম-এর সঙ্গে জোট না করতেও বলেছিলাম। কিন্তু ওরা কথা শোনেনি।' তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের নামও তিনি দিয়েছিলেন বলে এদিনও মমতা মন্তব্য করেন। তিনি আরও বলেন, দিল্লিতে যদি বিজেপিকে হারাতে হয় তাহলে এই রাজ্যে ভোট কাটাকাটি করলে চলবে না। তবে এদিন মালদায় দাঁড়িয়ে মমতা প্রশ্ন তোলেন গনিখান চৌধুরীর মৃত্যুর পরেও কেন কংগ্রেসকে এলাকার মানুষ ভোট দেবেন। পাশাপাশি কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
আরও পড়ুনঃ
TMC: ইলেকট্রিকের লাইন কেটে অন্ধকার করে তৃণমুলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বাগুইআটিতে নিহত ১
'জান লড়িয়ে সেলিমদাকে জেতান', মুর্শিদাবাদে জনসভায় অধীরের বক্তব্যে কংগ্রেস-সিপিএম ভাইভাই