সংক্ষিপ্ত

আরামবাগ এবং হুগলির তৃণমূল প্রার্থীদের সমর্থনে দু’টি জনসভা করেন তিনি। আরামবাগে এবার অপরূপা পোদ্দারকে ছেড়ে মিতালি বাগকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। এবার তাঁকেই ‘নিম্নবর্ণে’র বলে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো।

আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে সভামঞ্চে 'নিম্ন বর্ণ' আখ্যা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা কেন এই ভাষাতে কথা বলতে শোনা গেল মমতাকে! লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগ এবং হুগলির তৃণমূল প্রার্থীদের সমর্থনে দু’টি জনসভা করেন তিনি। আরামবাগে এবার অপরূপা পোদ্দারকে ছেড়ে মিতালি বাগকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। এবার তাঁকেই ‘নিম্নবর্ণে’র বলে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেন, ‘মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষিত। অনেকে বলে থাকেন, বাগদি, বাউড়িদের টিকিট দেওয়া হয় না। আমরা ওঁকে নির্বাচনে দাঁড় করিয়ে সেটা ভুল প্রমাণ করে দিয়েছি। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি, বাগদি, বাউড়ি, ভূমিজ সমাজ- সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আবার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে’।

ঠিক কী বলেছেন মমতা ?

 

 

এরপরেই তোপ দেগেছে বিজেপি। ভিডিও শেয়ার করে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। ছেড়ে কথা বলেননি শুভেন্দু অধিকারীও। অমিত মালব্য বলেন ‘একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনোভাব মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। বাগদি, বাউড়ি সম্প্রদায়কে তাঁর ‘নিম্নবর্ণ’ বলার মধ্যেই সেটা স্পষ্ট। ভারত একটি বৈশ্বিক শক্তি, একজন উপজাতি মহিলা দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওবিসি সম্প্রদায়ের। কিন্তু এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লাভের জন্য জাতপাতভিত্তিক রাজনীতি করছেন, জঘন্য!’


আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।