'যাওয়া না যাওয়া রাজ্য সরকারের বিষয়' 'নীতি' বৈঠকে 'না' মমতার, কি বললেন কুণাল!

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে তীব্র সংঘাতে মমতা। প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। 'যাওয়া না যাওয়া রাজ্য সরকারের বিষয়। রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়া।

Share this Video

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে তীব্র সংঘাতে মমতা। প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। 'যাওয়া না যাওয়া রাজ্য সরকারের বিষয়। রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়া। কেন্দ্রের ডাকা বৈঠকে গেলে বিরোধীরা বলে সেটিং, আর না গেলে এরাই বলে যাচ্ছেন না কেন।' শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'এগরায় শুভেন্দু যা বলেছে তা দিলীপ ঘোষকে ইঙ্গিত করে। শুভেন্দু দেখাচ্ছে আমি দিলীপের থেকেও ক্ষমতাশালী। তিন রাজ্যের তিন মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক, দোষ কোথায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে কি আলোচনা করতে যায় শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের কোন পদে আছে শুভেন্দু। ওখানে যায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে।'

Related Video