সংক্ষিপ্ত

মঙ্গলবার দুপুরে নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বিধানসভা উপনির্বাচনে দুর্দান্ত জয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায় নৈহাটিতে বড়ো মা-র মন্দিরে পুজো দিলেন। একই সঙ্গে নৈহাটির বাসিন্দাদের সুবিধের জন্য একাধিক ঘোষণাও করেন। নৈহারি ফেরিঘাটের নাম 'বড়মা'র নামে রাখা হবে বলেও ঘোষণা করেন। এলাকার মানুষ ও দর্শনার্থিদের সুবিধের জন্য নৈহাটিতে পুসলি ফাঁড়ি তৈরি করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা। তিনি আরও বলেন, মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কার করা হবে বলেও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দুপুরে নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সঙ্গে ছিলেন নৈহাটি ও ভাটপড়ার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মরা। উপনির্বাচনের জন্যের জন্য মমতা স্থানীয়দের ধন্যবাদ দেন। সেখানেই এলাকার উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনার কথা বলেন। যারমধ্যে রয়েছে বড়মার মন্দির সংস্কার সহ একাধিক বিষয়।

মমতা এদিন জনিয়েছেন, নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি চালু করা হবে। পার্থ ভৌমিক নিজের সংসদ তহবিলের টাকা দেবেন এই কাজের জন্য। মমতা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরের হিংসার কথা। পাঁচ বছর আগে অশান্ত ভাটপাড়া ও ব্যারাকপুরে এসে দলীয় কার্যালয় উদ্ধারের কথাও এদিন উপস্থিত জনতার সামনে তুলে ধরেন মমতা। তিনি বলেন, 'সেই সময় রাস্তায় নেমে আমি ২ ঘণ্টা বসেছিলাম। সাধারণ মানুষ যাতে ভয় না পেয়ে বাড়ির বাইরে বার হতে পারে, তা নিশ্চিত করাই ছিল আমার উদ্দেশ্য।'

সম্প্রতি রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। যারমধ্যে নৈহাটি একটি। নৈহাটি-সহ রাজ্যের সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। নৈহটিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে। গত বছর নৈহাটির বড়মাপ কালীপুজো একশো বছর পার করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।