
ED, IPAC-এর অফিসে ঢুকে কী করেছে? তল্লাশি নিয়ে এ কী বললেন মমতা!
Mamata Banerjee ED Raid : আইপ্যাক-র কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ হেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, পার্টির কাগজ লুঠ করে ওরা অপরাধ করেছে। তোপ দেগে মমতার দাবি, আমাদের দলের যাবতীয় নথি যাওয়ার চেষ্টা করেছিল। পাশাপাশি তিনি জানান, হার্ড ড্রাইভ, দলের স্ট্র্যাটেজি, সব কিছু নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে ইডি। ইডি অভিযানের প্রতিবাদে রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তৃণমূল সুপ্রিমো।