'আমার পিছনে পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া করেছিল ওরা' একি কথা মমতার মুখে!

Mamata Banerjee : TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে নিজের ছাত্রজীবনে কলেজ নির্বাচনের প্রসঙ্গ। 'তখন আশুতোষ কলেজে ইলেকশন হচ্ছে'। ‘দুটি ছেলেকে গাড়িতে সিপিএমের গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল’

Share this Video

Mamata Banerjee : TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে নিজের ছাত্রজীবনে কলেজ নির্বাচনের প্রসঙ্গ। 'তখন আশুতোষ কলেজে ইলেকশন হচ্ছে'। 'দুটি ছেলেকে গাড়িতে সিপিএমের গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল'। 'আমি তখন দৌড়ে গিয়ে কলার চেপে ধরি'। 'আর অশোকদা তখন দুটো থাপ্পড় মারল'। 'সেদিন ছেলেদুটোকে আমরা বাঁচিয়ে এনেছিলাম'। 'ওরা আমাকে বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া করল'। 'সুব্রত বক্সির পাড়ার একটি রেস্টুরেন্টে ঢুকে রক্ষা পেয়েছিলাম'। 'না হলে সেদিন ওরা আমাকে মেরেই দিত'। বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Related Video