সংক্ষিপ্ত
“রোজ বলে তৃণমূল চোর…আমি কোর্টে যাচ্ছি মানহানির মামলা করতে” শ্রীরামপুরের সভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"রোজ বলে তৃণমূল চোর! কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। একটা হাওয়া তুলে দিয়েছে । চুরিটা করেছে, প্রমাণটা কোথায়?" শ্রীরামপুরের সভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর কারণে কোর্টেও যাবেন তিনি। এমনই জানালেন মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বললেন," আমিতো কোর্টে যাচ্ছি মানহানির মামলা করব। আমি এবার ছাড়বার পাত্র নই। আঁটোসাটো করে ধরব। রোজ খবরের কাগজে মিথ্যে কথা বলছে , জীবনে এক কাপ চাও কারও কাছ থেকে খাইনি। আমাকে বলছে চোর।"
এবারের লোকসভা ভোটে বিজেপি হারবে বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেছেন, " বিহার, উত্তর প্রদেশ, রাজস্থানে হারছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকেও জিরো, বাংলাতেও জিরো, দিল্লি পাঞ্জাবেও হারছে। ভোটটা তাহলে পাবে কোথা থেকে? আকাশ থেকে কি ভোট পড়বে? কাজ করতে হয়। কোনও কাজ করেনি। এবারের ভোটে তাই বিজেপির শোচনীয় পরাজয় হবেই। "
এখানেই থেমে থাকেননি মমতা। তুলে এনেছেন অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী বলেন, " ২০০৪ সালেও কেউ ভাবেনি অটলজী হেরে যাবেন। কিন্তু তাঁকে হারতে হয়েছিল। কারণ, মানুষ হারিয়ে দিয়েছিল"
লোকসভায় আর জিতবে না মোদী সরকার সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, " আমরা চাই মোদী যাক, দেশটা থাক"।