- Home
- West Bengal
- West Bengal News
- দীপাবলির আগেই বিরাট চমক! অ্যাকাউন্টে ঢুকল কড়কড় ১০ হাজার টাকা, জেনে নিন কারা পেলেন
দীপাবলির আগেই বিরাট চমক! অ্যাকাউন্টে ঢুকল কড়কড় ১০ হাজার টাকা, জেনে নিন কারা পেলেন
দিওয়ালির আগে রাজ্যের প্রায় ১ লক্ষ ৭৭ হাজার আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে ১০ হাজার টাকা করে দিচ্ছে মমতা সরকার। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের তরফে এই টাকা দেওয়া হচ্ছে স্মার্ট ফোন কেনার জন্য, যাতে তাঁরা আরও ভালোভাবে কাজ করতে পারেন।

দিওয়ালির আগে রাজ্যবাসীকে বিরাট চমক দিল মমতা সরকার। ১০ হাজার টাকা করে দিল মমতা সরকার। ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ১ লক্ষ ৭৭ হাজার কর্মীর অ্য়াকাউন্টে ঢুকল টাকা। নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের তরফে দেওয়া হচ্ছে এই টাকা।
কপাল খুলল আশাকর্মী- অঙ্গনওয়াড়ি কর্মীদের। প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে পুরস্কার দিচ্ছেন মমতা সরকার।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন। তাঁদের কাজের প্রচুর মানুষের উপকার হয়। তারা যাতে আরও ভালো, সুষ্ঠভাবেকাজ করেত পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীদের এই টাকা দেওয়া হচ্ছে।
রাজ্যের মোট ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৭২ হাজার আশা কর্মীদের এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। ১৬ অক্টোবর থেকে শুরু হয় হয় টাকা বিতরণ। এই সকল কর্মীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তাঁর সই করা চিঠিতে লেখা রয়েছে, আমরাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণ আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।

