Mamata Banerjee: আনন্দপুরে না গিয়ে SIR নিয়ে কবিতা পাঠ মমতার, নিন্দার ঝড় বিজেপির

আনন্দপুরে না গিয়ে SIR নিয়ে সাধারণ মানুষদের যন্ত্রণার অভিযোগের কথা তুলে ধরে বেশ কয়েকটি কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

Share this Video

আনন্দপুরে না গিয়ে SIR নিয়ে সাধারণ মানুষদের যন্ত্রণার অভিযোগের কথা তুলে ধরে বেশ কয়েকটি কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গঙ্গাসাগরে হেলিকপ্টারে সফর করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী SIR যন্ত্রণা নিয়ে যে কবিতাগুলি লিখেছিলেন, সেটাই এবার বই আকারে প্রকাশে পেল। ৩ দিনের মধ্যে SIR-কে নিয়ে ২৬টি মমতার লেখা কবিতার এই বইয়ের নাম 'স্যার'। এই কবিতাগুলির মধ্যে একটিতে আছে 'লাশকাটা ঘরে পড়ে আছে লাশ...., 'কেন তোমরা নাম কাটো... পাপ কোনওদিন বাপ কে ছাড়ে না...র মত কথা।

Related Video