- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বর থেকেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এবার ঘোষণা শুভেন্দু অধিকারীর
ডিসেম্বর থেকেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এবার ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা করে বাড়াবে।

শুভেন্দুর ঘোষণা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। কবে, কত টাকা এই প্রকল্পে রাজ্য সরকার বাড়াবে? এবার তারই ঘোষণা করে দিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কীভাবে রাজ্য সরকার এই টাকা বাড়াবে তাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা
শুভেন্দু অধিকারী জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা করে বাড়াবে। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার একসঙ্গে এই টাকা বাড়াবে না। ক্ষেপে ক্ষেপে ১০০ বা ২০০ টাকা করে বাড়িয়ে ৫০০ টাকার কোটা পুরণ করে দেবে রাজ্য সরকার। ভোটের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
পুজোর ছুটি বাতিল!
সাংবাদিকদের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকার সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে। তিনি বলেন, আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ ১৩ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু সেটি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি, লক্ষ্মীপুজোর ছুটি সব বাতিল করে দিয়েছে সরকার। সরকারি কর্মীরা খুশি নয় বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
ডিএ নিয়ে তোপ
এদিন শুভেন্দু অধিকারী ডিএ নিয়ে তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বলেন, ডিএ দিতে চাইছে না রাজ্য। একটি পে কমিশন উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, দেশে অষ্টম পে কমিশন লাগু হতে চলেছে। সেখানে রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনেই আটকে রয়েছে। তিনি জানিয়েছেন,রাজ্যের তৎতাকীন অর্থমন্ত্রী অমিত মিত্রের নিষেধ উপেক্ষা করেই তিনি ষষ্ঠ বেতন কমিশন চালু করেছিলেন।
শুভেন্দুর বার্তা
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, এই খবর তাঁকে রাজ্যের সরকারি কর্মীরাই দেয়। নবান্ন থেকে তিনি সরাসরি সব খবর পান। তিনি আরও বলেছেন, রাজ্যের সরকারি কর্মী, স্কুল শিক্ষক কেউ রাজ্য সরকারের ওপর সন্তুষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্য়ায় একা হয়ে গেছেন বলেও দাবি করেছেন তিনি।

