
তীব্র গরমে পোকার আক্রমণ, ঝরে পড়ে যাচ্ছে সব আম! মালদায় আম চাষিদের মাথায় হাত
তীব্র গরমে পোকার আক্রমণ, ঝরে পড়ে যাচ্ছে সব আম! মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মালদার আমে দেখা গিয়েছে দয়ে বা দুধিয়া পোকার আক্রমণ। আমের গাছ বেয়ে গুটি গুটি সাদা পোকা আমের বোটায় গিয়ে সব রস চুষে নিয়ে আমকে ঝরিয়ে দিচ্ছে।
তীব্র গরমে পোকার আক্রমণ, ঝরে পড়ে যাচ্ছে সব আম! মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মালদার আমে দেখা গিয়েছে দয়ে বা দুধিয়া পোকার আক্রমণ। আমের গাছ বেয়ে গুটি গুটি সাদা পোকা আমের বোটায় গিয়ে সব রস চুষে নিয়ে আমকে ঝরিয়ে দিচ্ছে। চিন্তিত আম চাষীরা। 'যেহারে এই পোকার উপদ্রব বেড়েছে। তাতে আমকে বাঁচিয়ে রাখা দায় হয়ে দাড়িয়েছে। ঋণ নিয়ে আমচাষ করেছিলাম। কিভাবে ফলন বাঁচাব, ঋণ শোধ করব। জেলা উদ্যান পালন বাগিচা দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, 'পোকা উপদ্রব শুরু হয়েছে, খবর আসছে। এই সময় সংবেদনশীল পোকা মারার কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন। এছাড়া নিম তেল জাতীয় ওষুধ জলে মিশিয়ে স্প্রে করতে হবে। নিয়ম করে স্প্রে করলেই দুধিয়া পোকার আক্রমণ বন্ধ হবে।