দেশ-বিদেশের পর্বতারোহীদের স্মৃতিচিহ্ন, হাওড়ায় সংগ্রহশালা এভারেস্টজয়ী মলয়ের

হাওড়ায় নিজস্ব সংগ্রহশালা তৈরি করেছেন মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়। এই সংগ্রহশালায় তাঁর নিজস্ব সরঞ্জাম ছাড়াও দেশ-বিদেশের অনেক পর্বতারোহীর ঐতিহাসিক ও মূল্যবান নির্দশন আছে।

| Published : Jan 30 2025, 06:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাউন্ট এভারেস্ট জয় করেছেন প্রায় এক দশক হল। এখনও নিয়মিত পর্বতারোহণ করে চলেছেন মলয় মুখোপাধ্যায়। কিশোর-তরুণদের পর্বতারোহণের প্রশিক্ষণ দিচ্ছেন। এরই মধ্যে নিজস্ব সংগ্রহশালা তৈরি করেছেন মলয়। এই সংগ্রহশালায় তাঁর নিজস্ব সরঞ্জাম ছাড়াও দেশ-বিদেশের অনেক পর্বতারোহীর ঐতিহাসিক ও মূল্যবান নির্দশন আছে। ছোট আকারে সংগ্রহশালা করলেও, ভবিষ্যতে বড় করে তুলতে চান মলয়। তরুণ প্রজন্মকে উৎসাহিত করে তোলাই তাঁর লক্ষ্য। কয়েকদিন পরেই ভিয়েতনামে যাচ্ছেন। এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত এই পর্বতারোহী। দেশে ফিরে আবার পাহাড় নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।

Read More