- Home
- West Bengal
- West Bengal News
- বছর শেষে দারুণ খবর! ছেলে-মেয়ে নির্বিশেষে প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা, এল চমকপ্রদ প্রকল্প
বছর শেষে দারুণ খবর! ছেলে-মেয়ে নির্বিশেষে প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা, এল চমকপ্রদ প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সাল থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক ভাতা প্রদান করছে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকা আবশ্যক।

ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার একের পর এক প্রকল্প চালু করেই চলেছে। প্রকল্পগুলোর মধ্যে আছে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার আরও লাভবান প্রকল্প। এবার বছর শেষে আরও চমক দিল সরকার। এবার ছেলে মেয়ে সকলকে টাকা দেবে সরকার।
এই স্কিমের সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার নাম হয় যুবশ্রী। ২০১৩ সালে এই স্কিম এনেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই স্কিমের অধীনে রাজ্যের সকল বেকার যুবকদের ভাতা দেওয়া হয়ে থাকে। যদিও প্রথমে এই প্রকল্পের নাম ছিল যুব উৎসাহ প্রকল্প। পরে তার নাম পরিবর্তন করে হয় যুবশ্রী।
যুবসমাজে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই যুবশ্রী প্রকল্প বছরের পর বছর ধরে চালিয়ে আসছে সরকার। এই স্কিমের সুবিধা পেতে হলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে। সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করবেন। অন্য সকল প্রকল্পের সুবিধা পেলে আর এই প্রকল্পের সুবিধা পাবেন না।
এই প্রকল্পের আবেদনের সময় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান, কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফলের শংসাপত্র নিজের কাছে রাখতে হবে।
আবেদন করতে হলে, www.employmentbankwb.gov.in -এ ক্লিক করুন। তারপর job seeker অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য এখানে লিখে দিন। তারপর সাবমিট করুন।

