'মুখ্যমন্ত্রী ও অভিষেকের সঙ্গে দেখাও করেছিল গুড্ডু' হাওড়া নাজিরগঞ্জ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী অরূপ রায়-এর
হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র ও দলবল নিয়ে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। নেতার অনুগামীদের বেধড়ক মারধর। মূল অভিযুক্ত গুড্ডু খান সহ গ্রেফতার ২। CCTV ক্যামেরায় ধরা পড়ল ঘটনার ভিডিও।
হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র ও দলবল নিয়ে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। নেতার অনুগামীদের বেধড়ক মারধর। মূল অভিযুক্ত গুড্ডু খান সহ গ্রেফতার ২। CCTV ক্যামেরায় ধরা পড়ল ঘটনার ভিডিও। আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেল মূল অভিযুক্ত গুড্ডু খান-কে। হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী গুড্ডু খান। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপানউতোর। বিস্ফোরক অভিযোগ করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, 'বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছিল গুড্ডু খান। মমতা-অভিষেকের সঙ্গে দেখাও করেন গুড্ডু। রাজ্যের নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছেন গুড্ডু খান। তৃণমূল গুড্ডুকে এখনও গ্রহণ করেনি।' এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'লুম্পেনদের মাথায় তুললে যা হয় সেটাই হয়েছে এখানে।'