Murshidabad Death News: মেলায় নাগরদোলনা চড়তে নাবালিকার মর্মান্তিক পরিণতি। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad Death News: ধুলিয়ানের লালপুরে মর্মান্তিক দুর্ঘটনা। জালসার মেলায় চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর। জালসায় চলছিল শিশু- কিশোরদের জনপ্রিয় দোলনা খেলা। আনন্দের মুহূর্তই যেন পরিণত হল শোকের ছায়ায়। চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হলো এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর।

 মৃত ছাত্রীর নাম আসনির খাতুন। বয়স মাত্র ১২ বছর। বাড়ি সামসেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার লালপুরেই। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে সামসেরগঞ্জে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে আসনির খাতুন তার বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যায়। মেলার ভেতর থাকা দোলনায় চেপে ছিল সে। 

তখনই হঠাৎই দোলনার চাকার সঙ্গে তার চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই দোলনার গতির ধাক্কায় সে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং নিচে পরে যায়। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যায় ওই ছাত্রীর। মেলার ভিড়ে কয়েক মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও। চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। 

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি এবং যথাযথ তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। 

এদিকে, ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র বারো বছরের কিশোরীর এভাবে অকালে চলে যাওয়ায় শোকের ছায়া এলাকাজুড়ে। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় আসনিরের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা এই মর্মান্তিক হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। প্রশাসনের তরফেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

বড়জোড়ার পাবয়ার জঙ্গলে প্রায় চার মাস কাটানোর পর দিন কয়েক আগে ৬৩ টি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথ ধরে। গতকাল প্রায় ২৩ টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায়। গতরাতে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে। হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুড়চিডাঙ্গা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমব্রম। আলুর জমিতে হাতির দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে খেদানোর চেষ্টা করছিলেন।

 সেই সময় সমস্ত হাতি চলে গেল পেছনে তিনটি হাতি ছিল তা বুঝতে পারেনি রামপ্রসাদ বাবু। এরপর আচমকাই ওই তিনটি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বন দফতর ও পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। রামপদর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।