
ব্যারাকপুরে এসে কুণাল-কল্যাণকে কী জবাব দিলেন 'মহাগুরু' মিঠুন? দেখুন
ব্যারাকপুরে 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভার সাংগঠনিক বৈঠকে 'মহাগুরু'। অর্জুন সিং-এর সঙ্গে একই মঞ্চে মিঠুন চক্রবর্তী। বিজেপির জাতীয় সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী
ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের জাতীয় সমিতির সদস্য এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী অর্জুন সিং-এর সঙ্গে একই মঞ্চে বসেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের কর্মীসভায়। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ও সাংগঠনিক দিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন। সভায় মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি-র লক্ষ্য আগামী নির্বাচনে বাংলায় আরও শক্তিশালী ভাবে আত্মপ্রকাশ করা। দলীয় ঐক্য, শৃঙ্খলা ও জনসংযোগে জোর দেওয়ার বার্তা দেন তিনি। মঞ্চে মিঠুন ও অর্জুন সিং-এর উপস্থিতি ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে।