'টাকার হিসেব দিতে হবে...চপ বিক্রি না হলে ঢপ বিক্রি কর' জনসভা থেকে মমতাকে কটাক্ষ মিঠুনের

'প্রধানমন্ত্রী এই ঘর যোজনার জন্য অনেক টাকা দিয়েছেন। সেটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসে। ব্যাঙ্কে তার একটা নাম থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু টাকাটা কোথায় যাবে? এখানে তো অলরেডি তার উপরে পোস্টার মেরে দিয়েছে! বাংলা আবাস যোজনা করে দিয়েছে!

/ Updated: Nov 23 2022, 09:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের প্রচারে মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ার লোধুড়কায় বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে যোগ দেন মিঠুন। সেখানে নানা মানুষের অভাব-অভিযোগ শোনেন। আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ জানান বিজেপির এক মহিলা কর্মী। জবাবে মিঠুন বলেন, 'প্রধানমন্ত্রী এই ঘর যোজনার জন্য অনেক টাকা দিয়েছেন। সেটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসে। ব্যাঙ্কে তার একটা নাম থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু টাকাটা কোথায় যাবে? এখানে তো অলরেডি তার উপরে পোস্টার মেরে দিয়েছে! বাংলা আবাস যোজনা করে দিয়েছে! সেন্টার বলছে, আগে হিসেব দিন। টাকাটা কিছুদিনের জন্য আটকে রাখা হয়েছে। এটা সরকারের পয়সা। পাবলিকের পয়সা। এটা তোমার আমার পয়সা। সবাইকে হিসেব দিতে হবে।'