'আমার জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না'- তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক বাইরন

বিধানসভায় আবার কংগ্রেস শূন্য| নবজোয়ার যাত্রার মঞ্চে এসে জোড়াফুলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক | জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না বলে জানান বাইরন ।

Share this Video

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মঞ্চেই জোড়াফুলে যোগ দিলেন বাইরন বিশ্বাস। সাগরদিঘির বিধায়কের এই পদক্ষেপের জেরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীততে । সোমবার তৃণমূলে যোগে পরই সাংবাদিকদের মুখোমুখি হন বাইরন। তিনি বললেন,'আমার জয়ের পেছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। আমি কংগ্রেসের ভোটে জিতিনি। জনগণ আমাকে ব্যাক্তিগতভাবে ভোট দিয়েছে।' এখানেই শেষ নয় তিনি আরও বলেন,'কংগ্রেসে থেকে কোনও কাজ করা যাচ্ছিল না। বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল। কংগ্রেসে থেকে এখনও অবধি কোনও কিছু করে উঠতে পারিনি।' 

Related Video