
মধ্যমগ্রামে পিসিশাশুড়িকে খুন, ট্রলিব্যাগে দেহ নিয়ে কলকাতায় এসে আটক মা-মেয়ে
Kolkata News : মধ্যমগ্রামে খুন, ট্রলিব্যাগে দেহ, কলকাতায় উদ্ধার। মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন, কাজিপাড়া থেকে ট্রেনে করে কলকাতায়। এরপরেই ট্রলিব্যাগে পুরে দেহ লোপাটের চেষ্টা! সন্দেহ হতেই দুই মহিলাকে ধরে ফেলেন স্থানীয়রা। আহিরীটোলার কাছে কুমোরটুলি ঘাটে আটক মা ও মেয়ে।