জনসভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আদকের দিনটি মাতৃদিবস হিসেবে উদযাপন করে দেশের মানুষ। কিন্তু ভারতবাসীদের কাছে মা হল মা দুর্গা, মা কালী, ভারত মাতা- এঁদের পুজো দেশের মানুষ ৩৬৫ দিন ধরেই করেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তিন জেলায় চারটি জনসভা করেছেন। প্রত্যেকটি জনসভায় ছিল উপচে পড়া ভিড়। অনুগামী আর ভক্তদের ঢল নেমেছিল মোদীর সভায়। জনসভায় একাধিক অনুগামী মোদীর জন্য উপহার এনেছিলেন। কাকতালীয় হলেও এদিন ছিল মাতৃদিবস। এদিন মোদীর জন্য তাঁর প্রয়াত মায়ের ছবি নিজের হাতে এঁকে নিয়ে আসেন এক অনুগামী। অনুগামীর প্রচেষ্টাকে সাধুবাদ দিয়েছেনয

Scroll to load tweet…

হুগলিতে জনসভা ছিল নরেন্দ্র মোদীর সেখানেই তিনি ভাষণ দেওয়ার সময় দুই ব্যক্তি তাঁর মা প্রয়াত হীরাবেন মোদীর সঙ্গে তাঁর একটি হাতে আঁকা ছবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকেই বলেন মাতৃদিবস উপলক্ষ্যে তাদের এই প্রচেষ্টাকে স্বীকার করছে। বলেছেন এটি মাতৃদিবসে তাঁকে আরও অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, 'এখানে দুজন পুরুষ আছেন যারা দুটি প্রতিকৃতি তৈরি করেছেন। তারা স্কেচগুলি ধরে রাখার সময় দাঁড়িয়ে আছেন। ভাইয়েরা, আপনার বাহু ব্যথা করবে। আমার মায়ের প্রতিকৃতি অনেক ভালোবাসায় আঁকলাম।' এরপরই তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডোদের অনুরোধ করেন ছবিগুলি তাঁর কাছে নিয়ে আসার জন্য। পাশাপাশি যারা ছবি এঁকেছেন তাদের ছবির পিছনে নাম ও ঠিকানা লিখে দেওয়ার পরামর্শও দিয়েছেন।

Scroll to load tweet…

এদিন জনসভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আদকের দিনটি মাতৃদিবস হিসেবে উদযাপন করে দেশের মানুষ। কিন্তু ভারতবাসীদের কাছে মা হল মা দুর্গা, মা কালী, ভারত মাতা- এঁদের পুজো দেশের মানুষ ৩৬৫ দিন ধরেই করেন। অন্য একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেন দলের মহিলা কর্মীদের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে মুদ্ধ কয়েকজন মহিলা। তারা জানিয়েছেন ভগবান দর্শন হচ্ছে তাঁদের। বিজেপির মহিলা কর্মীরা জানিয়েছেন,মোদীকে সামনা সামনি দেখার পর তাঁদের বিজেপি করা সার্থক হয়েছে।

Scroll to load tweet…