'হাতে গোনা কয়েকটা লোকের জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে' কাকে ইঙ্গিত করলেন সাংসদ মিমি

ভাঙড়ে জিরানগাছা হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ মিমি চক্রবর্তী। ‘ভাঙড়ের মানুষ খুব শান্তিপ্রিয়। হাতে গোনা কয়েকটা লোকের জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে। কিছু মানুষের বদ মেজাজের জন্য, কিছু মানুষের হিংসার জন্য, তাঁদের রগচটা কথাবার্তার জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে।’

/ Updated: Jan 28 2023, 06:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভাঙড়ে জিরানগাছা হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ মিমি চক্রবর্তী। 'ভাঙড়ের মানুষ খুব শান্তিপ্রিয়। হাতে গোনা কয়েকটা লোকের জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে। কিছু মানুষের বদ মেজাজের জন্য, কিছু মানুষের হিংসার জন্য, তাঁদের রগচটা কথাবার্তার জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে।' হাসপাতালের উন্নয়ন নিয়ে বলেন, এখানে ঢোকার রাস্তাটা খারাপ । সেই রাস্তার কাজ দ্রুত মেরামতের নির্দেশ দেন। বিল্ডিং নির্মানের কাজ তাড়াতাড়ি করার পরামর্শ দেন। হাসপাতালে পুষ্টিকর সুস্বাদু রান্নার পরামর্শও দিলেন মিমি। বস্তা থেকে চাল বার করে হাতে নিয়ে দেখেন মিমি।