Murshidabad : 'ঘরে জোয়ান মেয়ে ছিল তাই...আমার দোকানটা শেষ, খাব কী!' মুর্শিদাবাদ জুড়ে শুধুই হাহাকার!
Murshidabad news today : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে অশান্তি ও সহিংসতা। মুর্শিদাবাদে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক—বেছে বেছে দোকানে লুঠপাট, বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
Murshidabad news today : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে অশান্তি ও সহিংসতা। মুর্শিদাবাদে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক—বেছে বেছে দোকানে লুঠপাট, বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অনেক পরিবার নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
আজও মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ পিকেটিং ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে বিভিন্ন মোড়ে মোড়ে।
রাজ্যজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শান্তি ফেরাতে কঠোর নজরদারির পাশাপাশি উপদ্রুত এলাকায় চলছে পরিস্থিতি পর্যবেক্ষণ।