'দেবীর মাথায় চড়াবে, সেই সম্মান দিই,' ধর্মের বিভেদ ভুলে রাধার পরচুলা তৈরি করছেন মুসলিমরা

হাওড়ার পাঁচলার কুলাই শেখপাড়ায় প্রায় ৪০০ মুসলমান বাড়ি। এই পাড়ার অনেক পরিবারেরই পেশা পরচুলা তৈরি। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই ব্যবসায় হাত লাগান। বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসে পরচুলার।

/ Updated: Oct 02 2024, 08:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হাওড়ার পাঁচলার কুলাই শেখপাড়ায় প্রায় ৪০০ মুসলমান বাড়ি। এই পাড়ার অনেক পরিবারেরই পেশা পরচুলা তৈরি। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই ব্যবসায় হাত লাগান। বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসে পরচুলার। ১০০ বছরের বেশি সময় ধরে এই গ্রামের বেশ কয়েকটি পরিবার পরচুলা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। যাত্রা থেকে শুরু করে দেবদেবীর পরচুলাও তৈরি করেন মুসলমান কারিগররা। ভিনরাজ্য থেকেও নিয়মিত অর্ডার আসে পরচুলার।