সংক্ষিপ্ত
মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন।
খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যমৃত্য! বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে আলিপুর থানার এএসআই শঙ্কর চট্টোপাধ্যায়কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ত্রী ও পুত্রের হাতে মার খেয়ে মৃত্যু হয়েছে পুলিশ কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরের মত গুরুত্বপূর্ণ এলাকায়। দেহ উদ্ধার করা হয়েছে। ময়নতদন্তের জন্য পাঠান হয়েছে।
মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। চলাফেরা করতেও তাঁর সমস্যা হচ্ছিল। অসুস্থতার কারণে ছুটিতে ছিবেন শঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসা চলছিল বাঙ্গুর হাসপাতালে।
শুক্রবার সকালেই প্রতিবেশীরা জানতে পারেন বাড়িতে মৃ্ত্যু হয়েছিল শঙ্কর চট্টোপাধ্যায়ের। তারপরই স্থানীয়রা ক্ষোভো ফেটে পড়েন। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্ত্রী ও পুত্র শঙ্করের ওপর অত্যাচার করত। মারধর করা হত। কয়েক দিন আগে রাস্তায় ফেলে প্রৌঢ়াকে মারধর করার অভিযোগও উঠেছে স্ত্রী-পুত্রের বিরুদ্ধে। ঠিকমত খেলে দেওয়া হত না বলেও অভিযোগ স্থানীয়দের। সেই কারণেই প্রতিবেশীদের অভিযোগ স্ত্রী ও ছেলেই খুন করেছে শঙ্করকে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুন না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হয়েছে স্ত্রী ও পুত্রের সঙ্গে। যদিও মৃতের স্ত্রী ও পুত্র এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।