Bangladeshi Arrested News: সীমান্তে ফের গ্রেফতার একসঙ্গে ১১ জন বাংলাদেশি। অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃতেরা।
Bangladeshi Arrested News: ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় বিএসএফের জালে ১১ বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একদল বাংলাদেশী তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি।
কী কারণে গ্রেফতার?
তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করতো। এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে ৪ মহিলা, ৩ পুরুষ ও ৪ শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত ১১ বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার ভয়েতেই কি তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলো? উঠছে প্রশ্ন।
অন্যদিকে, হলদিবাড়ি থেকে একই দিনে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল হলদিবাড়ি থানার পুলিশ। এসআইআর (SIR) চালু হওয়ার পরপরই এমন ঘটনায় হলদিবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারমেখলীগঞ্জের পাঠানপাড়া এলাকা থেকে সরজিত বালা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরজিত জানিয়েছে যে, সে গত প্রায় ১৫ মাস ধরে ভারতে অবস্থান করছিল এবং স্থানীয় একটি চা বাগানে কাজ করত।
অন্যদিকে, স্ত্রী ও সন্তানসহ নিলু প্রামানিক (৩০) নামে আরও এক ব্যক্তিকে হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ডিমলা থানার দরাজগঞ্জ এলাকায়। প্রায় চার বছর আগে সে এক ভারতীয় মহিলাকে বিয়ে করে। ধৃত তিন জনকেই মেখলিগঞ্জ আদালতে তোলা হয়। আদালত দুই ব্যক্তিকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে এবং ওই মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


