
Kaliganj By Election : বৃষ্টি মাথায় করেই ভোট দিতে আসছেন সাধারণ মানুষ, নজর কাড়ছে মডেল বুথ
Kaliganj By Election : ৮০ নম্বর কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হলো চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ে। নির্বাচন কমিশনের উদ্যোগে গড়ে তোলা আদর্শ মডেল বুথ
Kaliganj By Election : ৮০ নম্বর কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হলো চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ে। নির্বাচন কমিশনের উদ্যোগে গড়ে তোলা আদর্শ মডেল বুথে তিনটি বুথের মধ্যে ১৬৫ নম্বর বুথটি সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা। এই বুথেই বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য ভোটদানের সুযোগ রাখা হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই কেন্দ্রটিতে। বৃষ্টি উপেক্ষা করেই ভিড় জমিয়েছেন ভোটাররা। নিরাপত্তার বিষয়েও রয়েছে কড়াকড়ি। কেন্দ্রটিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের আধিকারিকরা। এই মডেল বুথ বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন ও সমানাধিকার রক্ষার বার্তা দিচ্ছে ভোটার ও প্রশাসনকে।