TMC News : মদ খেয়ে হারালেন মেজাজ! তারপর যা হল, গ্রেফতার তৃণমূল নেতা

Nadia Latest News : নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা সাজিজুল হক শাহ ওরফে মিঠু-কে। রবিবার রাতে মদ্যপ অবস্থায় বচসার জেরে দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালান।

Share this Video

Nadia Latest News : নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা সাজিজুল হক শাহ ওরফে মিঠু-কে। রবিবার রাতে মদ্যপ অবস্থায় বচসার জেরে ভোরে দেহরক্ষীর ঘরের দিকে পিস্তল নিয়ে ছুটে যান তিনি এবং গুলি চালান। দেহরক্ষী অল্পের জন্য প্রাণে বাঁচেন। পুলিশ তার বাড়ি থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও ব্যবহৃত গুলির খোল উদ্ধার করেছে। ধৃত নেতাকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত নিজেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করলেও, ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি তৃণমূলের ‘সন্ত্রাসের সংস্কৃতি’ নিয়ে তীব্র আক্রমণ করেছে, যদিও তৃণমূল জানিয়েছে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Video