Birbhum : পার্লার থেকে বাড়ি ফিরছিলেন মহিলা, পর পর ৪টি...গ্রেফতার স্বামী, কেন? দেখুন

Birbhum : বীরভূমের নলহাটির বিধুপাড়ায় বাড়ির গেটে ঢোকার সময় মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গুরুতর জখম সিমা খানকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছে। স্বামীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share this Video

Birbhum : বীরভূমের নলহাটিতে শনিবার রাতে বাড়ির সামনে মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিচালনার ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিউটি পার্লার থেকে ফিরছিলেন সিমা খান। বাড়ির গেটে ঢোকার মুহূর্তে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর জখম হন। তাঁকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর বিবাদ চলছিল এবং এই হামলার সঙ্গে সিমার স্বামীর যোগ থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধৃত স্বামী রজু খানকে আদালতে তোলা হলে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই এবং তাঁর স্ত্রী তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার আসল উদ্দেশ্য ও দোষীদের সনাক্ত করতে পুলিশ কাজ চালাচ্ছে।

Related Video