
মমতার 'উন্নয়নের পাঁচালি'র পাল্টা শুভেন্দুর 'চোরেদের পাঁচালি', কার পাল্লা ভারী?
Nandigram : নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা ‘চোরেদের পাঁচালী’ ট্যাবলো নামালেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি বনাম উন্নয়ন ইস্যুতে সরগরম জেলা রাজনীতি। দেখে নিন বিস্তারিত খবর।
Nandigram : বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। গত ২ রা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১৫ বছরের উন্নয়ন আর জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলোর সূচনা করেছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই প্রচার চললেও এবার নন্দীগ্রামে তার পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামল বিজেপি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, তৃণমূলের এই প্রচারের মোকাবিলায় বিজেপি শুরু করছে ‘চোরেদের পাঁচালী’। এই বিশেষ ট্যাবলোটি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত এবং বিশেষ করে নন্দীগ্রাম জুড়ে ঘুরবে। বিজেপির দাবি, উন্নয়নের নামে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সরকারের কথিত দুর্নীতি এবং নানা অপকর্মের আসল রূপ সাধারণ মানুষের সামনে আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিজেপি নেতৃত্বের মতে, রাজ্যে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি, তাই সাধারণ মানুষকে সত্য জানাতেই তারা এই ‘চোরেদের পাঁচালী’ শুরু করেছেন। অন্যদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, নন্দীগ্রামের মানুষ এই ধরণের কুৎসা মেনে নেবে না। গণতান্ত্রিকভাবেই মানুষ শুভেন্দু অধিকারীকে ছুঁড়ে ফেলবে বলে তাদের বিশ্বাস।
ভোটের আগে নন্দীগ্রামের মাটিতে শাসক ও বিরোধী পক্ষের এই প্রচার যুদ্ধ এখন আলোচনার তুঙ্গে। দুই পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়।