Nandigram : নন্দীগ্রামে ঋজু দত্তের 'পাপ' মন্তব্যের পালটা জবাবে মমতাকে 'গদ্দার' তকমা শুভেন্দুর

Nandigram : নন্দীগ্রামকে পাপমুক্ত করতে হবে", ঋজু দত্তের এই মন্তব্যের পাল্টা কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করে বিশ্বের বড় গদ্দার বললেন বিরোধী দলনেতা।

Share this Video

নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণে তৃণমূলের ঋজু দত্ত। 'নন্দীগ্রাম কেন স্বাধীন হবে না?' 'নন্দীগ্রামকে পাপমুক্ত করতে হবে'। 'পাপের নাম শুভেন্দু অধিকারী'। 'শহীদ বেদি নিয়ে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী'। বিস্ফোরক মন্তব্য ঋজু দত্তের। পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। 'নন্দীগ্রাম আন্দোলনের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম কি?' 'রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মাননীয়া'। 'আর এরা আমাকে গদ্দার বলে!' 'পৃথিবীতে সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়'। 'বিরোধী দলনেতা কী জিনিস, ওরা বুঝে গেছে'। মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মেটা বিবরণ করে দিন

Related Video