
TMC-কে তেড়েফুঁড়ে আক্রমণ! কালীগঞ্জে মৃত বালিকার বাড়িতে নওশাদ সিদ্দিকি
Naushad Siddiqui Kaliganj : কালীগঞ্জে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মৃত বালিকার পরিবারকে টাকা দিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকি। 'এইভাবে টাকা দিতে এসে জবাব পেয়েছেন'। 'সরকার, পরিবারকে ম্যানেজ করতেই ওনাকে পাঠিয়েছেন'। 'ঘটনা ধামাচাপা দিতে অনেক কিছুই করতে পারে এই সরকার'। 'ভোট আসলেই মুসলমানদের রক্তের প্রয়োজন হয় এই সরকারের'।