পৌষ মাসে তারাপীঠ মন্দিরের নতুন বিধি! পুজো দিতে এলে মানতে হবে এই নিয়মগুলি
পৌষ মাসের প্রথম দিন থেকে নতুন নিয়ম চালু হয়ে গেল তারাপীঠের মা তারার মন্দিরে। কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ-সভাপতি ও মা তারা সেবাইতদের সঙ্গে।
পৌষ মাসের প্রথম দিন থেকে নতুন নিয়ম চালু হয়ে গেল তারাপীঠের মা তারার মন্দিরে। কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ-সভাপতি ও মা তারা সেবাইতদের সঙ্গে। নির্দিষ্ট সময়ে মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে। দুটির বেশি লাইন পুজোর জন্য করা যাবে না। নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে। এগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি নিয়ম করা হয়েছে।