
মিশন বাংলা! নয়া সভাপতি নীতিন নবীনের কাছে কি প্রত্যাশা শমীক, সুকান্ত, দিলীপদের
nitin nabin bjp president: পশ্চিমবঙ্গে ভোটের মুখে বিজেপি পেল নয়া সর্বভারতীয় সভাপতি। বিহারের ৪৫ বছরের কনিষ্ঠতম বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে ঘিরে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা হওয়ায় সভাপতি নীতিন নবীনের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিয়ে জ্ঞান ও আগ্রহ অনেক বেশি। রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ খগেন মুর্মু-রা বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি Nitin Nabin-কে নিয়ে নিজেদের আশার কথা শোনালেন। তাঁরা প্রত্যেকে নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন।