সংক্ষিপ্ত

নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তেজস্বী যাদব। তাঁরা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর জোট প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

 

কলকাতায় এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন তাঁরই ডেপুটি তেজস্বী যাদব। সোমবার তাঁরা নবান্নে পৌছেছেন। তাঁরা কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। নবান্নের ১৪ তলাতে বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা। দুজনকেই শুভেচ্ছা জানাম তিনি। পাল্টা নীতিশ কুমারও মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্য জানান। সূত্রের খবর জোট নিয়ে আলোচনার জন্যই পাটনা থেকে কলকাতায় এসেছেন নীতিশ কুমার। এখান থেকেই তাঁরা উত্তর প্রদেশ যেতে পারেন বলে সূত্রের খবর। নীতিশ কুমার ও তেজস্বী যাদব অখিশেল যাদবের সঙ্গে দেখা করবেন বলেও সূত্রের খবর।

এই রাজ্যের যা পরিস্থিতি তাতে কংগ্রেস আর বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবির। সাগরদিঘি জয়ের মত এই রাজ্যে কংগ্রেস আর বাম জোটবেঁধে আরও শক্তিশালী হওয়ার আশায় রয়েছে। আবার দিল্লির রাজনীতিতে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব রয়েছে গেছে। সনিয়া গান্ধীর সঙ্গে সুসম্পর্ক থাকলেও রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে মমতা তেমন স্বাচ্ছন্দ্য নন। যদিও মমতা আগেই বলেছেন সনিয়া গান্ধী ডাকলে তবেও তিনি কথা বলবেন। যাইহোক এবার হয়তো নীতিশ কুমারের মত বর্ষীয়ান রাজনীতিবিদও জোট প্রস্তাব নিয়ে আসছেন মমতার কথা।

এর আগে নীতিশ কুমার দেখা করেছিলেন কেজরিওয়ালের সঙ্গে। অন্যদিকে বিরোধী দলের নেতা হিসেবে আগেই অখিলেশ যাদব কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। আর মমতা নিয়ে দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কাছে। সেখানেই তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আবার কর্ণাটকের জেডিএস নেতা তথা দেবে গৌড়ার ছেলে কুমারাস্বামী মমতার সঙ্গে সম্প্রতি দেখা করে গেছেন। যা থেকে স্পষ্ট বিরোধীরা বিজেপির বিরুদ্ধে শক্তিশালী জোট গঠন করার চেষ্টা শুরু করেছে।

জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন নীতিশ কুমার। সপ্তাহ খানেক আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তাঁর উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। এদিন তাঁরা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানান। আগামী বছর লোকসভা নির্বাচন। সেই সময়ই বিজেপিকে পরাস্ত করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাড়গে। মল্লিকার্জুন খাড়গের বাসভবনেই হয়েছিল এই বৈঠক। উপস্থিত উপস্থিত ছিলেন, জেডিইউ সভাপতি লালন সিং, বিহার কংগ্রেস প্রধান অখিলেশ প্রসাদ সিং, কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও আরজেডি নেচা মনোজ ঝাঁ। জেডিইউ, আরজেডি ও কংগ্রেস বপিহারের একটি জোট সরকার চালাচ্ছে। তিনটি দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজেদের প্রতিষ্ঠা করেছে। যা নিয়ে দুই রাজনৈতিক দলই উচ্ছ্বসিত বলে জানান হয়েছিল।

বিস্তারিত আসছে...