Duttapukur Murder :রাতে কারা ঢুকেছিল ঘরে, টার্গেট কি অন্য কেউ ছিল! কি বললেন মৃতার মেয়ে

দত্তপুকুরে 'খুন' তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা। মেয়ের শ্বশুরবাড়িতেই খুন হলেন বৃদ্ধা মা। মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। দত্তপুকুর ব্যায়াম সমিতি এলাকার ঘটনা। এদিন মুখে কাপড় বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়।

Share this Video

দত্তপুকুরে 'খুন' তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা। মেয়ের শ্বশুরবাড়িতেই খুন হলেন বৃদ্ধা মা। মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। দত্তপুকুর ব্যায়াম সমিতি এলাকার ঘটনা। এদিন মুখে কাপড় বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতার নাম বেবীরাণী সর্দার। কে বা কারা খুন করল? এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

Related Video