SIR News : বাংলাদেশি হয়ে সরকারি সুবিধা! বাবা সাজিয়ে ভোটার কার্ড, তীব্র চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

SIR News : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশির হদিশ। অভিযোগ, বাংলাদেশি আনোয়ার মোড়ল নূরআলি মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ও সরকারি সুবিধা পেয়েছে। নূরআলি দাবি করেছেন, আনোয়ার তার সন্তান নন এবং তাঁর ব্যক্তিগত নথি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে।

Share this Video

SIR News : উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশির হদিশ। অভিযোগ, বাংলাদেশি আনোয়ার মোড়ল নূরআলি মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ও সরকারি সুবিধা পেয়েছে। নূরআলি দাবি করেছেন, আনোয়ার তার সন্তান নন এবং তাঁর ব্যক্তিগত নথি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। পাল্টা দাবি তুলেছে আনোয়ারের স্ত্রী। বিষয়টি নিয়ে তদন্তে ইলেকশন কমিশন।

Related Video