
TMC vs ISF News: আসন্ন ভোটের আগেই নওশাদ-মমতার পতাকা যুদ্ধ! দুই দলের মধ্যে তুমুল হাতাহাতি
ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। হাড়োয়ার ধনপোতা বাজার এলাকার ঘটনা। ২১ জানুয়ারির কর্মসূচি উপলক্ষে ISF কর্মীরা পতাকা লাগাতে গেলে তৃণমূল সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ।
ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। হাড়োয়ার ধনপোতা বাজার এলাকার ঘটনা। ২১ জানুয়ারির কর্মসূচি উপলক্ষে ISF কর্মীরা পতাকা লাগাতে গেলে তৃণমূল সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। পতাকা খুলে নেওয়াকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।