Madhyamgram : স্কুটি নিয়ে রাত টহলে দুই মহিলা এসপি! নারী সুরক্ষায় অভিনব উদ্যোগ মধমগ্রামে

মধ্যমগ্রামে অভিনব উদ্যোগ জেলা পুলিশের। উইনারস টিম নিয়ে মধ্যমগ্রামে ঝড় তুললেন পুলিশ আধিকারিকরা। গাড়ি ছেড়ে দুই চাকার স্কুটি নিয়ে টহল দিলেন জেলা পুলিশের এসপি।

/ Updated: Aug 21 2024, 12:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মধ্যমগ্রামে অভিনব উদ্যোগ জেলা পুলিশের। উইনারস টিম নিয়ে মধ্যমগ্রামে ঝড় তুললেন পুলিশ আধিকারিকরা। গাড়ি ছেড়ে দুই চাকার স্কুটি নিয়ে টহল দিলেন জেলা পুলিশের এসপি। সাধারণ মানুষের মনোবল বাড়াতেই উদ্যোগ জেলা পুলিশের। নেতৃত্বে ছিলেন বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি।