Burdwan University Scam News: এবার রাজ্যের আরও একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় আর্থিক কেলেঙ্কারির প্রতারণা চক্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল। কোথায় ঘটল এমন ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Burdwan University Scam News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে লালবাজার পুলিশের হানা। কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার অর্থ দফতরের এক কর্মী। জানা গিয়েছে, আর্থিক তছরুপ কাণ্ডে নড়েচড়ে বসেছে লালবাজার পুলিশ! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কয়েক কোটি টাকার আর্থিক তছরুপের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে লালবাজার পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথিপত্র।

সূত্রের খবর, প্রায় ২ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের কর্মী ভক্ত মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গুজরাটের একটি শহর থেকে তাকে পাকড়াও করে লালবাজার। তদন্তে আরও জানা গিয়েছে যে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরে কর্মরত অবস্থাতেই কোটি কোটি টাকা তছরুপের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃত ভক্ত মন্ডলের। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু হার্ডডিস্ক। সেই সূত্র ধরেই মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরে তল্লাশি চালায় লালবাজার পুলিশের চার সদস্যের প্রতিনিধি দল। এই ঘটনায় পুলিশের দাবি, ভক্ত মন্ডলকে জেরা করে এবং বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে আর্থিক প্রতারণায় যুক্ত বাকি অভিযুক্তদের কাছে পৌঁছনো যাবে। তবে এখন দেখার কতদূর গড়ায় এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারীর জল। 

অন্যদিকে, সহকর্মীদের হাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় এফ আই আর করতে হবে। এই দাবিতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে দেখা করে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিল বিজেপি। এদিকে ইতিমধ্যেই ওই মহিলা চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে গত ২১ তারিখের ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন। সার্জিক্যাল বিভাগে এক চিকিৎসকের হাতে আক্রান্ত হন তিনি সেই কথাও তুলে ধরেন। সেই সঙ্গে এই ঘটনার পর ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক নিরাপত্তায় হীনতায় ভুগছেন সেটাও উল্লেখ করেন। 

এদিকে রাজ্য বিজেপি নেতা অমিত মালব্য ওই মহিলা ইন্টার্ন চিকিৎসকের সোশ্যাল মিডিয়ার ভিডিও টুইট করতেই ময়দানে নামে জেলা বিজেপি। হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষর সঙ্গে দেখা করে অবিলম্বে ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক যাতে কাজে ফিরতে পারেন সেই দাবি করেন। একই সঙ্গে সেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে হবে থানায়। এই দাবি তুলে সোচ্চার হোন। এবং ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন কর্তৃপক্ষকে।

এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘’ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে।'' উল্লেখ্য, গত ২১ অগাস্ট বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ডিউটি থাকার সময় ময়ূরাক্ষী ঘোষ নামে এক মহিলা চিকিৎসক কে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছিল। তারপর থেকেই দফায় দফায় ইন্টার্নদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।