
কলকাতায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল এই পাকিস্তানি গুপ্তচর! গ্রেফতার করল NIA
Hooghly Latest News : কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালে নিরাপত্তার দায়িত্বে থাকা মহঃ ওয়াকিলকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল এনআইএ। চাঁপদানীর বি এম বি সিকিউরিটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সে সেখানে নিযুক্ত ছিল। এনআইএ সূত্রে জানা গেছে, সম্প্রতি ধৃত সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রার জেরায় উঠে আসে ওয়াকিলের নাম।