ভোটের ফল বেরিয়ে যাওয়ার এক সপ্তাহ পর উদ্ধার তিনটি ব্যালট বাক্স, তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিজেপির

১১ জুলাই হয়েছে পঞ্চায়েত ভোট গণনা । ১৮ জুলাই, মঙ্গলবার ভোটের ফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পরে মালদহের গাজোলের ভোটগণনা কেন্দ্রের ভেতর থেকে পাওয়া গেল তিনটি ব্যালট বাক্স।

Share this Video

১১ জুলাই হয়েছে পঞ্চায়েত ভোট গণনা । ১৮ জুলাই, মঙ্গলবার ভোটের ফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পরে মালদহের গাজোলের ভোটগণনা কেন্দ্রের ভেতর থেকে পাওয়া গেল তিনটি ব্যালট বাক্স। 
হাজী নাকু মহম্মদ হাইস্কুলের ঘরে ত্রিপল ঢাকা অবস্থায় পড়েছিল এই তিনটি ব্যালট বাক্স। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় অবশেষে উদ্ধার করা হল ব্যালট বাক্স গুলি । গাজোলের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মালদা উত্তরের বিজেপি সাংসদ শ্রী খগেন মুর্মু । প্রতিবাদে নামেন গাজোলের বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মনও । 

Related Video