সংক্ষিপ্ত
ভোট ঘোষণার পর থেকে গত ৩০ দিনে মুর্শিদাবাদে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। নির্বাচনের দিন মৃত্যু হয়েছে চার জনের।
পঞ্চায়েত নির্বাচনের দিন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে জখম হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম মইদুল শেখ। জঙ্গিপুর এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা সে। মইদুলের মৃত্যুর সঙ্গে আরও বাড়ল পঞ্চায়েত নির্বাচনে মৃতের সংখ্যা। ভোট ঘোষণার পর থেকে গত ৩০ দিনে মুর্শিদাবাদে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। নির্বাচনের দিন মৃত্যু হয়েছে চার জনের।
রবিবারও সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের শমসেরগঞ্জ এবং রানিনগর। চলছে বোমাবাজিও। এদিন তৃণমূল বনাম নির্দল প্রার্থীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শমশেরগঞ্জ। উদ্ধার হয় তাজা বোমাও। অন্যদিকে বেলডাঙায় আক্রমণ করা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রবিবার উত্তপ্ত পরিস্থিতি রানিগরেও। তৃণমূল কর্মী-সমর্থকদের উপরে বোমাবাজির অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন চার তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পুলিশ সূত্রে খবর রবিবার সকাল থেকেই বোমাবাজি শুরু হয় শমসেরগঞ্জের হীরানন্দপুর এলাকায়। দু'পক্ষেরই বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শমশেরগঞ্জ থানারই দুর্গাপুর থেকে বেশ কিছু তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে শনিবার রাতভর রানিগরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। চলে লুটপাট ও বাড়ি ভাঙচুরও।
উল্লেখ্য, শনিবার রাজ্যজুড়ে অশান্তির ঘটনায় সুষ্টুভাবে ভোট পরিচালনা না হওয়ার অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। ফলে ফের নির্বাচনের দাবি উঠেছিল একাধিক কেন্দ্রে। অপ্রত্যাশিতভাবে সোমবার একাধিক জেলার বুথে পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমি়শন৷ ভোট শেষে জেলা প্রশাসনগুলির থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই রিপোর্টের ভিত্তিতেই কোন কোন জেলায় পুনরায় নির্বাচন হবে তাঢ় তালিকা প্রকাশ করা হয়।